“কোয়েল” এবার পুজোয় আনতে চলেছেন ‘জঙ্গলে মিতিন মাসি’ !

“কোয়েল” এবার পুজোয় আনতে চলেছেন ‘জঙ্গলে মিতিন মাসি’ !

Reported By:- News Desk

চলতি বছর পুজোর সময় বক্স অফিস জুড়ে উঠতে চলেছে ঝড়। একের পর এক বাংলা ফিল্ম রিলিজ করতে চলেছে প্রেক্ষাগৃহে। করোনা অতিমারীর পর প্রথমবার আবারও বাংলা ফিল্মের সারি রিলিজের অপেক্ষায়। বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসবের সাথে মিশতে চলেছে বিনোদনও। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। মিতিনমাসির রূপে পর্দায় আসতে চলেছেন তিনি। অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত ফিল্ম ‘জঙ্গলে মিতিন মাসি’। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ফিল্মের ফার্স্ট লুক। অনুষ্ঠিত হয়েছে ফিল্মের শুভ মহরত। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য (Suchitra Bhattacharya) -র সৃষ্ট মহিলা গোয়েন্দা মিতিন মাসি। ব্যক্তিগত জীবনে মিতিন মাসি একজন মা, স্ত্রীও বটে। সংসার সামলে অ্যাডভেঞ্চারের টানে সে একসময় হয়ে ওঠে সফল গোয়েন্দা। সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘সারান্ডায় শয়তান’ উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’। ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলবে এই ফিল্মের শুটিং। ইতিমধ্যেই অরিন্দম নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভ মহরতের ছবি। এর আগেও মিতিন মাসির রূপে পর্দায় রহস্য উন্মোচন করেছেন কোয়েল।

Leave a Reply

error: Content is protected !!