গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধায় মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুর এলাকার hp gas গোডাউনের কাছে দুই ব্যাক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 7.65 mm বোরের সাত রাউন্ড এবং 9mm বোরের আট রাউন্ড গুলি উদ্ধার হয়। তারপরৈই তাদেরকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায, বজলু মন্ডল (40) এবং রিপন সেখ (22)। ধৃতদের বাড়ি নদিয়া জেলার থানারপাড়া থানার দোগাছি সাহেবপাড়া এলাকায়।