“উরফি জাভেদ” দুধ সাদা পোশাকে কোনোমতে গোপনাঙ্গ ঢাকলেন !

“উরফি জাভেদ” দুধ সাদা পোশাকে কোনোমতে গোপনাঙ্গ ঢাকলেন !

Reported By:- Subham Roy

আবারো উরফি জাভেদকে দেখা গেল অদ্ভুত পোশাকে তিনি সকলের সামনে এলেন। তবে এবারে অদ্ভূতের থেকেও স্বল্প পোশাকে তিনি সকলের কাছে এলেন। পোশাক নিয়ে একটা বিতর্ক তৈরি হবে এমনটায় তিনি অভ্যস্ত হয়ে গেছেন। সম্প্রতি তাকে দেখা গেল একটি স্লিভলেস পোশাকে তিনি আবারও তার অনুরাগীদের সামনে এসেছেন। সাদা রংয়ের টপ পরেছেন তিনি।সাধারণ সুন্দর এই টপটি পরে উরফিকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। পোজ দিয়ে বসে আছেন এবং তিনি একটি সাদা রঙে খুব সুন্দর টপ পরেছেন হালকা রঙের পোশাক পরেছেন, তাই তিনি ঠোঁটের উপরে অনেক বেশি জোর দিয়েছেন। যেহেতু পোশাক খুবই হালকা রঙে তাই তিনি তার গোলাপি ঠোঁটকে সাজিয়েছেন লাল টুকটুকে লিপস্টিক দিয়ে। যা কিন্তু তার সাজের বাচ্চাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে উরফিকে। তবে সমস্ত কিছুর পরেও যে জায়গাটি বিশেষ নজর কেড়েছে তা হলো তার নিচের বা নিম্নাংশ নিম্নাংশ একটি ডেনিম শর্ট জিন্স পরেছেন, যা কিন্তু তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে, সাদা রঙের স্লিভলেস টপের সঙ্গে ডেনিম নীল এই জিন্সের ছোট্ট প্যান্ট ভীষণ সুন্দর লাগছে ওর থেকে। সবচেয়ে সুন্দর হয়েছে তার হেয়ার স্টাইল, সবমিলিয়ে তার মেকআপ কিন্তু অনবদ্য চুলকে সুন্দর করে টেনে বেঁধে রেখেছেন।

Leave a Reply

error: Content is protected !!