Skip to content
গ্লুকন ডি খাইয়ে চালকদের সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা দিলেন পুলিশ আধিকারিকেরা

গ্লুকন ডি খাইয়ে চালকদের সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা দিলেন পুলিশ আধিকারিকেরা

Reported By:- Masud Rana

অতি গরমে গ্লুকন ডি খাওয়ান বাইক চালক থেকে ট্রাক চালক, অ্যাম্বুলেন্স চালক থেকে ট্রেকার সমস্ত চালক সহ শিশুদের ও খাওয়ান পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা। এরকমিই ছবি উঠে এলো মুর্শিদাবাদের ডোমকলের এসডিও মোড় এলাকায়। বিনা হেলমেটে থাকা বাইক চালককে দাঢড় করিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতার বার্তা দেন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন। তিনি চালকদের বলেন হেলমেট ব্যাবহার করতে। একেবারে রাস্তায় বেরিয়ে গ্লুকন ডি খাওয়ানো হয়। জানাগেছে তীব্র দাবদাহে একটু স্বস্তির জন্য এই প্রয়াস। পাশাপাশি চালকেরাও খুশি হন চালকেরা। এদিন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন ছাড়াও উপস্থিন ছিলেন ডোমকল আইসি জোতির্ময় বাগচি সহ পুলিশ কর্মীরা। এই উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন চালকেরাও।

Leave a Reply

error: Content is protected !!