Reported By : Binay Roy
২২ শে মে, সোমবার, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার মানুষ। নব্য কংগ্রেসে যোগদানকারী সকলেই এতদিন বিজেপি ও তৃণমূল দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। আজ দুপুরে বহরমপুর শহরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তারা। বহরমপুর পশ্চিম ব্লক কংগ্রেসের মূলত দুটি এলাকা রাধারঘাট-১ ও সাহাজাদপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ আজ কংগ্রেসে যোগ দেন। নতুন যোগদানকারীদের অনেকেই একসময় কংগ্রেস দলের কর্মী ছিলেন। পরে দল বদল করলেও ফের কংগ্রেসে যোগ দিয়ে তারা খুশি বলে জানান তারা।