Skip to content
ম্যানুয়াল থেকে ডিজিটালে স্থানান্তর ডোমকল গার্লস কলেজের লাইব্রেরী

ম্যানুয়াল থেকে ডিজিটালে স্থানান্তর ডোমকল গার্লস কলেজের লাইব্রেরী

Reported By : Masud Rana
২৬ শে মে, শুক্রবার, ডোমকল গার্লস কলেজের লাইব্রেরী এবার ম্যানুয়াল থেকে ডিজিটালে স্থানান্তর। সেই বিষয়েই ছাত্রীদের নিয়ে হয় কর্মশালা। শুক্রবার দুপুরে ডোমকল গালর্স কলেজের কন্ফারেন্স হলে অনলাইন লাইব্রেরি সাইটের শুভ সূচনা হয়। উল্লেখ্য, কলেজে লাইব্রেরী ছিল শুরু থেকেই। কিন্তু আধুনিকতাকে কাজে লাগিয়ে শুক্রবার সূচনা হয় অনলাইন লাইব্রেরীর। পাশাপাশি প্রশিক্ষন দেওয়া হয় ছাত্রীদের। এবং অনলাইন থেকে কিভাবে বই বুক করবে তার পদ্ধতি শেখানো হয়। কলেজে প্রত্যেকদিন একঘন্টা করে নুন্যতম লাইব্রেরী রুমে বই পড়তে হবে ছাত্রীদের। তারপরে সেখান থেকে কার্ড সংগ্রহ করে কলেজ থেকে বের হতে পারবে ছাত্রীরা। এমন নিয়ম চালু করেন কলেজের প্রিন্সিপাল।
এদিন কলেজের প্রিন্সিপাল ছাড়াও উপস্থিত ছিলেন হরিহরপাড়া হাজি এ কে খান কলেজের প্রিন্সিপাল সহ অধ্যক্ষরা। কর্মশালার পাশাপাশি লাইব্রেরীর নিয়মে সফলতা লাভ করবে বলে জানায় ছাত্রীরাও।

Leave a Reply

error: Content is protected !!