Reported By : Binay Roy
২৬ শে মে, শুক্রবার, রাণীনগর কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে কংগ্রেস কর্মীদেরকে মারধরের ও বোমাবাজির অভিযোগ উঠলো তৃনমুল আশ্রিত দুস্কৃতির বিরুদ্ধে ।
রাণীনগর বাজারের পার্টি অফিসে আজ চলছিল সাংগঠনিক সভা ও যোগদান সভা।সেই সময় ৫০ -৬০ জন দুষ্কৃতী ঢুকে তাদের ওপর চড়াও হয় এবং মারধর চালায়। ওই ঘটনার পর বহরমপুর সাগরপাড়া রাজ্য সড়কের শেখপাড়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।