Reported By : তুষার কান্তি খাঁ ৩০ শে মে, মঙ্গলবার, , নবগ্রামে সি আই টি ইউ নবগ্রাম ব্লক কমিটি সংগঠনের ৫৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করল পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে ।
পতাকা উত্তোলন করেন সংগঠনের নবগ্রাম ব্লক কমিটির সভাপতি মেহরুল সরকার ,মাল্যদান করেন কৃষক নেতা মুকুল মন্ডল, সিটু নেতা সঞ্জীব পান্ডে, মুর্শেদ আলী ,আব্দুস সাত্তার সহ আরো অনেকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সঞ্জীব পান্ডে ও মুর্শেদ আলী।