১লা জুন মানব বন্ধন কর্মসূচি পালন করা হ’ল জয়েন্ট ফোরামের আহ্বানে

১লা জুন মানব বন্ধন কর্মসূচি পালন করা হ’ল জয়েন্ট ফোরামের আহ্বানে

Reported By:- Binoy Roy

১লা (পয়লা) জুন মানব বন্ধন কর্মসূচি পালন করা হ'ল জয়েন্ট ফোরামের আহ্বানে। মূলত ওয়েজ ডিভিশনের দাবি, bsnl এ 4G/5G-র দাবি ও নতুন প্রমোশন পলিসির দাবি সহ বেশকিছু দাবিদাওয়ার ভিত্তিতে এই কর্মসূচি গ্রহণ করা হয় সংস্থার পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে পুরনো bsnl দপ্তরে জমায়েত হয়ে এই কর্মসূচিতে সামিল হন সংস্থার সদস্যরা। আগামীতে গ্রাহকদের স্বল্প খরচে সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে এদিন এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য জনসাধারণকেও আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

error: Content is protected !!