বৃহস্পতিবার সকালে ব্যাগটি নজরে পড়ে পথ চলতি মানুষজনের। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে হাজির হয় কান্দি থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে জায়গাটিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম ডিস্পোজাল টিমকে। তারা এলে উদ্ধার হওয়া বোমাগুলোকে নিস্ক্রিয় করা হবে অন্যত্র নিয়ে গিয়ে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। যদিও কে বা কারা এই জায়গায় বোমাগুলো মজুদ রেখেছে বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে ধোঁয়াশায়। তবে পথ চলতি রাস্তায় কালভার্টের নিচে থেকে উদ্ধার হওয়া বোমা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।