শুক্রবার সকালে বহরমপুর শহরের মহকুমা শাসকের নির্দেশ মতাবেক ওই অবৈধ নির্মাণ ভাঙা হল। মহকুমা শাসক খোদ উপস্থিত ছিলেন। জানা গেছে, রাতের অন্ধকারে সরকারি জায়গায় কেউ বা কারা কংক্রিটের দোকানঘর তৈরি করছিলেন। গোপন সূত্রে খবর পায় প্রশাসন। তারপরেই নড়েচড়ে বসে। অবৈধ নির্মাণ বন্ধ করে তা ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়। কিন্তু কেউ এই নির্মাণের দ্বায়িত্ব নেয় নি। ফলে আজ প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হল সেটি। ভবিষ্যতে মহকুমার মধ্যে অবৈধ নির্মাণ সংক্রান্ত অভিযোগ পেলে তা ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক।