Skip to content
“মনামী ঘোষ” ঘুম কাড়লেন নেটদুনিয়ার !

“মনামী ঘোষ” ঘুম কাড়লেন নেটদুনিয়ার !

Reported By:- Subham Roy

দক্ষিণ কোরিয়ায় ছুটি কাটাচ্ছেন মনামী ঘোষ (Monami Ghosh)। এমনিতেও তিনি কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর অন্ধ ভক্ত। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ায় ওই ব্যান্ডের র‌্যাপারের হোমটাউনও ঘুরে এসেছেন তিনি। জেজু দ্বীপের আনাচে-কানাচে ঘুরিয়ে বেড়ানো তো বটেই, একাধিক ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মনামী। তাঁর অনুরাগীদের একাংশ লিখেছেন, তাঁরা মনামীর চোখ দিয়েই দক্ষিণ কোরিয়া দর্শন করলেন। সম্প্রতি মনামী আবারও শেয়ার করেছেন কয়েকটি ছবি। ছবিতে মনামীর পরনে রয়েছে সাদা রঙের লেসের বিকিনি। বিকিনিটি হাই ওয়েস্ট। যথারীতি কোনো মেকআপ করেননি মনামী। কারণ শুটিং ছাড়া মেকআপ করা তাঁর পছন্দ নয়। তবে হালকা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করেছেন ঠোঁটে। চুলে বেঁধেছেন পনিটেল। নীল জলের লেকে একটি ইয়টে বসে রয়েছেন মনামী। গায়ে এসে পড়েছে সূর্যের আলো। ছবিগুলি শেয়ার করে মনামী লিখেছেন, জীবন খুব ছোট। ফলে স্বপ্নগুলি বেঁচে নাও। মনামীর অনুরাগীদের একাংশ লিখেছেন, তাঁর কি কোনোদিনই বয়স হবে না! কারণ মনামী এভারগ্রিন। অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। তবে দক্ষিণ কোরিয়া গিয়ে মনামী শিখেছেন স্থানীয় রান্নাও।

Leave a Reply

error: Content is protected !!