Skip to content
অবহেলায় পড়ে থাকা লঞ্চের জেটি ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধারের চেষ্টা করলেন বহরমপুরের কংগ্রেস কাউন্সিলর

অবহেলায় পড়ে থাকা লঞ্চের জেটি ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধারের চেষ্টা করলেন বহরমপুরের কংগ্রেস কাউন্সিলর

Reported By Binoy Roy

বহরমপুরে অবহেলায় পড়ে থাকা লঞ্চের জেটি ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধারের চেষ্টা করলেন বহরমপুরের কংগ্রেস কাউন্সিলর। উল্লেখ্য- বহরমপুরের গোপাল ঘাটে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল একটি জেটি। সরকারের রক্ষণাবেক্ষণ না থাকায় সেটি আস্তে আস্তে জলে তলিয়ে যেতে বসেছিলো । শনিবার বহরমপুরের কংগ্রেস কাউন্সিলর তথা পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদার সেই জেটি উদ্ধারে হাত লাগান। এদিন হিরু হালদার জানিয়েছেন, এই জেটি গঙ্গা দেখভালের জন্য বাম আমলে তথা বহরমপুর পৌরসভা কংগ্রেসের দখলে থাকার সময় ঘটা করে উদ্বোধন করা হয়েছিল। বর্তমান সরকার সেই দিকে নজর না দেওয়ায় এই জেটি আজ নষ্ট হতে চলেছে। বহরমপুর পৌরসভার বর্তমান চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সেই সব দিকে কোন লক্ষ্য করেন না। তাই বাধ্য হয়ে আমরা এই কাজে হাত লাগিয়েছি। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদে পর্যটকদের সুবিধার্থে বহরমপুর শহর সংলগ্ন গঙ্গার ঘাটে এই জেটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এই জেটির রক্ষণাবেক্ষণ বিশেষ প্রয়োজন।

Leave a Reply

error: Content is protected !!