Reported By : News Desk
২০ শে জুন, মঙ্গলবার, নটরাজ আর্ট গ্রুপের পরিচালনায় কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রদর্শনীশালায় সপ্তাহব্যাপী এক চিত্র প্রদর্শনী ও জামাকাপড় গহনার এক প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সুপর্ননন্দ।