সেকাল থেকে একালের বন্ধ্যাত্বের পরম্পরা ও আই ইউ আই(IUI) ও আই ভি এফ (IVF) আধুনিক চিকিৎসায় বন্ধ্যাত্বের সাফল্যের নানা তথ্য বিশ্লেষণ করেন প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ সুমন সরকার।
কোন রোগীদের কোন পরিস্থিতিতে আই ইউ আই দরকার, এই সংক্রান্ত আধুনিক চিকিৎসার নানা খুঁটিনাটি দিক সুন্দর ভাবে তুলে ধরেন,প্র্যাক্টেশিং গাইনোকোলজিস্ট ডাঃ অনন্যা ঘোষ গোলুই।
আই ভি এফ চিকিৎসা ও তার পদ্ধতি ও খরচাপাতি সহ নানা প্রশ্নের সরলীকরণ করেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞা ডাঃ সুগতা মিশ্র।'
' সারোগেসি ' পদ্ধতি, তার আইনকানুন ও সামাজিক ভাবনার পেক্ষাপট তুলে ধরেন, নোভার প্রতিনিধি মিস্টার সম্রাট শীল।
প্রাণবন্ত এই শিবিরে উদ্বোধন সংগীত পরিবেশন করেন শিল্পী গার্গী শীল। এছাড়াও বক্তব্যের মাঝে মাঝে সঙ্গীত পরিবেশন করে নজর কাড়েন শিল্পী , তমসা চ্যাটার্জী, নীপা বসু, গার্গী মাইতি,চন্দ্রিমা চক্রবর্তী , প্রিয়াঙ্কা চ্যাটার্জী, পবিত্রা ধাওয়া, মৌসুমী চ্যাটার্জী প্রমুখ। শিল্পীদের তবলায় সঙ্গীত করেন হারাধন কাঁড়ার।
দুই শতাধিক বন্ধ্যাত্ব রোগী, আশা কর্মী, আই সি ডি এস কর্মী,গ্ৰামীণ চিকিৎসক ও কিছু সামাজিক ভাবনার মানুষ পরামর্শ শিবিরের অতিথিদের বক্তব্য মনযোগ সহকারে শোনেন ।