তারাপুকুর মিলন সংঘের খুঁটিপুজো অনুষ্ঠান

তারাপুকুর মিলন সংঘের খুঁটিপুজো অনুষ্ঠান

Reported By:- News Desk    

রথযাত্রার পূর্ণতিথিতে মঙ্গলবার সকালে পানিহাটি ২৪নম্বর ওয়ার্ডের তারাপুকুর ,ঘোষপাড়ার আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায়: তারাপুকুর মিলন সংঘের খুঁটিপুজো ঘটা করে অনুষ্ঠিত হয় । শারদ উৎসবের প্রাকাল্লে খুঁটি পুজোর মধ্য দিয়ে এদিন উদ্যোক্তারা মায়ের আগমনীবার্তাকে স্বরণ করলেন,এবছর এই পূজো ৮৪ তম বর্ষে পদার্পণ করেছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা মুখ্য সচেতক নির্মল ঘোষ। স্থানীয় কাউন্সিলর দেবযানী রায়,মীনাক্ষী দত্ত এবং অভিনেত্রী সম্পা আইচ, অভিনেতা সুব্রত মিত্র, পরিচালক ও অভিনেতা প্রদীপ বিশ্বাস এবং চলচ্চিত্র অভিনেতা অরুণাভ দত্ত।

এছাড়াও ছিলেন পূজা কমিটির সদস্যরা। পূজো উদ্যোক্তা সুশান্ত ঘোষ ও তরুণ গাঙ্গুলি জানান এবার তারা দর্শকদের সামনে পূজো মধ্য দিয়ে একটি অভিনব প্রেক্ষাপট তুলে ধরতে বদ্ধপরিকর।এবছর তাদের ভাবনা প্রাচীন ও ঐতিহ্যবাহী এক টুকরো বেনারস ঘাট। শিল্পী পার্থ মাইতি বলেন বেনারসের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে এবার মদপের মাধ্যমে তুলে ধরা হবে।পয়লা বৈশাখ থেকেই মণ্ডপ নির্মাণ এর কাজ চলছে। এবার তাদের এই চিন্তাভাবনা দর্শকদের রীতিমত আকৃষ্ট করবে বলেই ধারণা।

Leave a Reply

error: Content is protected !!