লাগাতার গত দু’দিন ধরে এই নিম্নচাপের বৃষ্টি হয়ে চলেছে। যে কারণে জল বেড়েছে তিলপাড়া জলাধারে, জল বেড়েছে হিংলো জলাধার সহ বিভিন্ন জলাধারে। অন্যদিকে হিংলো এবং তিলপাড়া এই দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে বৃষ্টি এখনো না থামার কারণে আশঙ্কায় রয়েছেন বীরভূমের গ্রাম এলাকার বাসিন্দারা।
