Skip to content
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By : Binay Roy ১ লা জুলাই, শনিবার, বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বললেন, বাংলাতে সন্ত্রাস ছাড়া আর কিছুই নেই। তাই স্বাভাবিকভাবে এ বাংলাকে সন্ত্রাস মুক্ত করার জন্য সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম দাঁড়িয়ে আছে। অন্যদিকে, তৃণমূল পার্টি সাধারণ মানুষের সমালোচনার ধার ধারে না। সাধারণ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রনা অধিকার তাদেরকে স্পর্শ করে না। কারণ তারা জানে যে, সন্ত্রাস না করলে তাদের অস্তিত্ব শেষ। তাই সন্ত্রাস করার মধ্য দিয়ে তৃণমূল পার্টি তার রাজনৈতিক অস্তিত্বকে রক্ষা করবার চেষ্টা করছে। এরপর তিনি আরও বললেন, তৃণমূল এ নির্বাচনকে রক্তাক্ত করবার জন্য বদ্ধপরিকর। বোমা গুলি বিস্তর সব জমা হয়ে গেছে, পুলিশ তৈরি হয়ে গেছে। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেখানে যেখানে কংগ্রেস বা বামেরা লড়াই করবার মতো জায়গায় আছে সেই লড়াই করবার জায়গা গুলোকে ভেঙে দেওয়ার জন্য মিথ্যা কেস, সন্ত্রাস, ভীতি প্রদর্শন এবং হামলা চলছে চলবে। আমরা জানি এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূল পার্টি এবং দিদি আর তার ভাইপো এগিয়ে চলেছে হিংস্র পথ ধরে।

Leave a Reply

error: Content is protected !!