Reported By : Binay Roy
২ রা জুলাই, রবিবার, ইডি ভোট ব্যালট বক্সে না ভরার অভিযোগ বহরমপুর ব্লক অফিসে। রবিবার দুপুরে বহরমপুর ব্লক অফিসে শুরু হয় ইডি ভোট। সেই সময় ভোট দাতারা অভিযোগ তোলেন, তারা ইডি ভোট দিতে গেলে, ভোট দেবার পরে তাদের ব্যালট পেপারগুলি ব্যালট বক্সে ভরা হচ্ছে না। ফলে তাদের ভোটের গোপনিয়তা বজায় থাকবে না বলে তারা অভিযোগ তোলেন। ঘটনার পরে বহরমপুর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জী ও বহরমপুর ব্লক আধিকারিক অভিনন্দন ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এখন কোন ব্যালট বক্স রাখা হচ্ছে না। দিনের শেষে সমস্ত ভোট গুলিকে একটি জায়গায় করে তারপরে সেগুলিকে ব্যালট বক্সে ভরা হবে। এবং সেখানে ইচ্ছে করলে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সই করতে পারেন। যেটা করা হচ্ছে নির্বাচনী গাইডলাইন মেনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কংগ্রেস দলের পক্ষ থেকেও একই অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছেন, বিরোধীরা ভয় পেয়ে উল্টোপাল্টা বকছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।