Skip to content
উপছে পড়ছে অজয় নদ

উপছে পড়ছে অজয় নদ

 

লাগাতার বৃষ্টি আর ঝাড়খণ্ডের জলাধার থেকে ছেড়ে দেওয়া জলের ফলে গতকাল থেকেই উপছে পড়েছে অজয় নদ, একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতকালই, কিন্তু এবার দক্ষিণ নানুরের বালাপাড়া এলাকায় সিঁন্দুরপুর গ্রাম সংলগ্ন নদী বাঁধ ভেঙে জল ঢুকে পড়লো বিস্তীর্ণ এলাকায়।উল্লেখ্য স্থানীয় নেতৃত্ব থেকে সাধারণ মানুষ বাঁধ রক্ষার আপ্রাণ প্রয়াস জারি ছিল লাগাতার, তা সত্বেও প্রকৃতির কাছে যেন হার মানতে হলো, ইতিমধ্যেই ঐ এলাকায় পৌঁছে গেছেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি থেকে প্রশাসনিক আধিকারিকরা, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলছে। তবে গ্রামের পর গ্রাম জলমগ্ন, জলমগ্ন বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।ঐ এলাকার বাসিন্দা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান জানিয়েছেন অন্ততপক্ষে বিশ-পঁচিশটি গ্রাম জলের তলায়’ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন তিনি

Leave a Reply

error: Content is protected !!