Reported By:- Masud Rana
আজ পঞ্চায়ে ত ভোটের প্রচারে হরিদাস মাটিতে তেত্রিশ নম্বর বুথের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ মন্ডলের সমর্থনে প্রচারে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন তৃণমূল এখানে যতই সন্ত্রাস করুক হরিদাস মাটির এই ৩৩ নম্বর বুথে আমাদের বিজেপির প্রার্থী ইন্দ্রজিৎ মন্ডল ব্যাপক ভোটে জয়লাভ করবেন। তিনি বলেন ৮ তারিখে পঞ্চায়েত ভোট ১১ তারিখের ফলাফলে দেখবেন আমাদের এই সংসদ জিতছে জিতছে জিতছে। তিনি আরো বলেন সমস্ত জায়গায় সন্ত্রাস, দুর্নীতি এবং উগ্রপন্থীদের যে আচরণ তাতে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তৃণমূলের হার্মাদ বাহিনীর অত্যাচারে গোটা পশ্চিমবঙ্গ আজ জ্বলছে। তিনি আরো বলেন প্রতিদিন আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, শহীদ হচ্ছে, আমাদের কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে বললেন বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র।। তিনি নির্বাচনী কমিশনারের সমালোচনা করে বলেন যতই তৃণমূল ভোট লুট করার কথা ভাবুক না কেন আমাদের কর্মীরা এখানে বুক চিতিয়ে লড়াই করবে।