“শ্রাবন্তী” ফের কটাক্ষের শিকার !

“শ্রাবন্তী” ফের কটাক্ষের শিকার !

Reported by:- Subham Roy

পুরুষ ভক্তদের আবারও ঘাম ছোটালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই প্রতিদিন বিভিন্ন রকম পোশাকে নিজেকে অনুরাগীদের কাছে সঁপে দেন অভিনেত্রী। তার শরীরের পরতে পরতে যে উত্তাপ ছড়ানো আছে, তাই তিনি ছড়িয়ে দেন, তার অনুরাগীদের মাঝখানে। সুন্দর সুন্দর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার উত্তাপ কিন্তু বেশ খানিকটা বাড়লো। হাতে লাল রঙের জুসের গ্লাস নিয়ে দূরে সানগ্লাস পরে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সাদা শার্ট পড়ে তাকে ভীষণ সুন্দর লাগছে, এর আগেও আমরা তাকে সাদা পোশাকে দেখেছি, সম্প্রতি তাকে সাদা পোশাকে দেখা গেছে সিলভার গয়না পরে। কিন্তু এক্ষেত্রে তিনি যখন বেড়াতে গেছেন তিনি গয়না গাটি খুব একটা পড়েননি, তবে নিম্নাঙ্গেও কিছু পরেননি তিনি, যা দেখে রীতি মতন কটাক্ষের শিকার হলেন শ্রাবন্তী ।

Leave a Reply

error: Content is protected !!