Reported By:- Binoy Roy
ভোট দিতে যাওয়ার সময় বোমার আঘাতে মৃত কংগ্রেস কর্মীর পরিবার সদস্যদের সাথে দেখা করতে গেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রবিবার দুপুরে জেলা কংগ্রেস নেতৃত্বদের সাথে নিয়ে নওদার মধুপুর গ্রামে মৃত হাজি লিয়াকত আলীর বাড়িতে যান তিনি। পরিবার সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সাথে ও ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেন অধীর বাবু। যেখানে এখনও পর্যন্ত সেই বোমাবাজির সমস্ত চিহ্ন তাজা হয়ে রয়েছে। যেখানে এখনও বাতাসে বারুদের গন্ধ ঘোরাফেরা করছে বলা যায়। সেখানে হাজির হতেই স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়ে হাজি লিয়াকত আলীর পরিবার সদস্যরা। পরিবার সদস্যদের আশ্বাস দিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন- এই খুনের প্রতিবাদ জানাতে যতদূর যেতে হয় যাবো। পাশাপাশি তৃণমূলের এই নৃশংস হত্যার রাজনীতির তীব্র নিন্দা করেন তিনি।