Skip to content
“তৃণা সাহা” নেটদুনিয়ার পারদ চড়ালেন !

“তৃণা সাহা” নেটদুনিয়ার পারদ চড়ালেন !

Reported By:- News Desk

বর্তমানে তৃণা সাহা (Trina Saha)-কে আপাতত কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না। শোনা গিয়েছিল ‘লহ গৌরাঙ্গের নাম’ ফিল্মে তাঁকে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে। কিন্তু সেই ফিল্মের পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে। তবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ তৃণা। একসময় প্রচুর ইন্সটাগ্রাম রিল বানানোর কারণে তাঁর নামই হয়ে গিয়েছিল ‘রিল কুইন’। তবে ইদানিং বিভিন্ন পোশাকে ছবি তুলে তা ইন্সটাগ্রামে শেয়ার করছেন তৃণা। সপ্তাহান্তে আবারও নতুন ফটোশুটের ঝলক অনুরাগীদের সাথে শেয়ার করলেন তিনি। ইন্সটাগ্রামে তৃণার শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে সিকুইনড টিউব টপ ও স্কার্ট। টপটি সবুজ রঙের। নুডল স্লিভের টপ জুড়ে কমলা ও গোলাপি রঙের স্ট্রাইপ রয়েছে। টপের ডিপ নেকলাইনের মাধ্যমে সামান্য উন্মুক্ত রয়েছে তৃণার ক্লিভেজ। নিম্নাংশের স্কার্টটি হাই-থাই স্লিটেড। ফলে উন্মুক্ত রয়েছে তৃণার মসৃণ পা। স্কার্টটি হাই ওয়েস্ট। এটিও সবুজ রঙের। স্কার্ট জুড়ে রয়েছে কমলা ও গোলাপি রঙের স্ট্রাইপ। এই পোশাকের সাথে হালকা অথচ উজ্জ্বল মেকআপ করেছেন তৃণা। চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ‍্যাডো। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা পিচ রঙের ব্লাশারের ছোঁয়া। চুলে বেঁধেছেন মেসি বান। মুখের চারপাশে ছড়িয়ে রয়েছে কিছু ফ্রিঞ্জ। কানে পোশাকের সাথে মানানসই ব্রাউন রঙের স্টোন স্টাডেড জাঙ্ক ইয়ারিং পরেছেন তৃণা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, পরিস্থিতির মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাও। তৃণার ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত (Sayantan Dutta)। পোশাকটি ডিজাইন করেছেন নীল সাহা (Neel Saha)। তৃণার অনুরাগীদের পছন্দ হয়েছে তাঁর ছবিগুলি।

Leave a Reply

error: Content is protected !!