Reported By:- Binoy Roy
সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বললেন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য বাহিনীকে নির্বাচনে বোঝাতে পেরেছি মানুষের বিরুদ্ধে অন্যায় হয়েছে, এবং প্রশাসনকে কৈফিয়ত দিতে হচ্ছে সাধারণ মানুষের কাছে।
এবং তিনি আরো বললেন সব নির্বাচন বাতিল করে দিলেও কেন্দ্রীয় বাহিনীর অধীনে হওয়া নির্বাচন সম্পূর্ণরূপে আলাদা জিনিস। এবং হাইকোর্টকে ধোকা দেওয়ার জন্য নির্বাচন কমিশন দেখাচ্ছে কত আইন মেনে চলা হয় এবং নিয়ম মেনে চলা হয়। তাই নির্বাচন কমিশনের তরফে রি- পোলিং করা হলো।
এবং তিনি আরো বললেন এই রাজ্যে বিরোধী দল করা মানেই অপরাধ। এবং শাসক দলটা সম্পূর্ণরূপে খুনি ও সন্ত্রাস সৃষ্টিকারীদের হাতে চলে গিয়েছে। এবং এই রাজ্যে বিডিও এবং আইসিদের নতুন ক্যাডার তৈরি হয়েছে। এবং তারা বাংলার ক্যাডার হিসেবে মুখ্যমন্ত্রী হয়ে সম্পূর্ণ কাজ গুলো করছেন।