ডোমকলে এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ডোমকলে এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

গত কাল শনিবার সন্ধ্যার পরে এক সুকচাদ শেখ,বাড়ি ডোম কল থানার দক্ষিণ নগরে বলে সূত্রে খবর।

ডোমকলের সোনা পট্টি এলাকায় বুকে ব্যাথা নিয়ে ছটপট করেন সুকচাদ,তখন যৌনকর্মীরা উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সুকচাদ শেখ কে।

পরিবার সূত্রে জানা যায় যে বাড়ির গরু বিক্রি করতে বেরোলে সন্ধা নামার পরেও বাড়ি না ফিরলে খোজ খুঁজি শুরু করেন ।

তখন হটাৎ একটি ফোন আসে হাসপাতাল থেকে যে তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। এবং চিহ্নিত করেন ।

যদিও পরিবারের দাবি জে কে বা কারা তার কাছে থাক গরু নিয়ে তাকে মেরে ফেলেছে বেল অভিযোগ করেন।
তার পরে ডোমকল থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Leave a Reply

error: Content is protected !!