Skip to content
ট্রাক মালিকদের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, বিক্ষোভ জলঙ্গির কালিগঞ্জ পেট্রল পাম্পের সামনে

ট্রাক মালিকদের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, বিক্ষোভ জলঙ্গির কালিগঞ্জ পেট্রল পাম্পের সামনে

সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি কালিগঞ্জ পেট্রল পাম্পের সামনে পথ অবরোধ করে একাধিক দাবিতে বিক্ষোভ করে , জলঙ্গি সমস্ত ট্রাক মালিকরা।

কেন্দ্র সরকার ঘোষিত গাড়ির পাস নেওয়ার দাবি, ডিজেল পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, পুলিশি অত্যাচার সহ যেখানে সেখানে অবৈধ চাঁদার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখলেন জলঙ্গি ব্লকের ট্রাক মালিক কর্তৃপক্ষ।

তারা বলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর নিয়মাবলী না মেনে সকলে ওভারলোড নিয়ে যাওয়া আসা করছে। এছাড়াও তিনি যে যে নিয়মাবলী দিয়েছেন একটাও মানা হচ্ছে না বলেও দাবি করেন বিক্ষোকারীরা।

বিভিন্ন দাবিতে গাড়ি আটকে বিক্ষোভ করলে ইন্সপেক্টর উৎপল কুমার দাস সহ জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

error: Content is protected !!