Reported By:- Binoy Roy
বহরমপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল জেলা সভাধিপতি শাওনি সিংহ রায়। উক্ত বৈঠকে তিনি বললেন রাজ্য দলের পক্ষ থেকে বলা আছে কোন নির্দলকে তৃণমূল দলে যোগদান করানো হবে না। তাদেরকে তৃণমূল দলের তরফে কোনো কর্মসূচিতে বুথ থেকে জেলা পর্যন্ত কোন কিছুতেই তাদেরকে আমরা ডাকবো না।