শনিবার সন্ধ্যায় বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদ সমিতির সদস্য সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, টুকু পাল, প্রিয়াঙ্কু পাণ্ডে, বিশ্বনাথ চৌধুরী, কমলেশ সাউ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে হয়ে গেল কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত 'ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাণ্ড হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প'।