Skip to content
আমতায় প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা শিবির

আমতায় প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা শিবির

Reported By : অভিজিৎ হাজরা
১৮ ই জুলাই, মঙ্গলবার, সারা রাজ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। মৃত্যুর খবর সংবাদ পত্রে কিছু কিছু প্রকাশ পাচ্ছে।

এই পরিস্থিতিতে ডেঙ্গু থেকে বাঁচতে দরকার সচেতনতা। সেকারণেই হাওড়ার আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয় ডেঙ্গু প্রতিরোধে আয়োজন করেছিল ডেঙ্গু সচেতনতা শিবির।

ছোট ছোট ছাত্র ছাত্রী দের পোস্টার ও চিত্র সহযোগে বোঝানো হয় ডেঙ্গু রোগের লক্ষণ, কারণ ও প্রতিরোধ।

প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন - " ডেঙ্গু হল এডিস মশা বাহিত একটি ভাইরাল রোগ এখন রাজ্যেজুড়ে যার প্রকোপ দেখা যাচ্ছে। তাই এই রোগ প্রতিরোধে মশার হাত থেকে নিজেকে রক্ষা করার কথাই বেশী করে বলা হয়। যেমন শোওয়ার সময় মশারী টাঙানো, মশারোধক ক্রীম ব্যবহার, কোথাও জল জমতে না দেওয়া ইত্যাদি "।কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ হলে যথাযথ চিকিৎসা করাতে হবে।কিন্তু সব থেকে ভাল হল রোগ যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ। "। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ছাড়াও সহ শিক্ষক সৌমেন মন্ডল, পুষ্পিতা পাল। ছাত্র ছাত্রীরা মশা রোধে স্কুলের চারপাশে ব্লিচিং পাউডার দেয় ও কাছাকাছি এলাকায় পড়ে থাকা কাটা ডাব, সরা ও মালসা উল্টে দেয় বা ভেঙে দেয়। স্থানীয় এলাকায় ছাত্র ছাত্রীরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার চালায়। সবশেষে ছিল ডেঙ্গু কুইজ। ছাত্র ছাত্রীরা শিবির থেকে কতটা শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছিল তা বুঝতেই এই কুইজের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

error: Content is protected !!