Reported By : Binay Roy
১৯ শে জুলাই, বুধবার, ভূমি সম্মান পুরস্কারে ভূষিত হল মুর্শিদাবাদ জেলা। দেশের ৬০০টি জেলার মধ্যে ৬৮ টি জেলা এবং রাজ্যের ২৩ টি জেলার মধ্যে চারটি জেলা এই ভূমি সম্মান পুরস্কার পায়। তাদের মধ্যে মুর্শিদাবাদ অন্যতম। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার অংশুল গুপ্তা মঙ্গলবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। বুধবার মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যের চারটি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলা ভূমি সম্মান পুরস্কার পেয়ে আনন্দিত ও গর্বিত। তিনি বলেন এই জেলার সমস্ত জমি ডিজিটালাইজ ও ম্যাপিং সম্পন্ন হয়েছে। তাই তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। তাদের এই কাজ দীর্ঘদিন ধরে চলছিল। মুর্শিদাবাদ জেলা ছাড়াও এই সম্মান পেয়েছে বাঁকুড়া জেলা, নদিয়া জেলা ও হাওড়া জেলা।