প্রধান শিক্ষক ও শিক্ষাবন্ধুর  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দুবরাজপুরে

প্রধান শিক্ষক ও শিক্ষাবন্ধুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দুবরাজপুরে

 

দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের বনহরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীনাথ মণ্ডল চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন গত ৩০ শে সেপ্টেম্বর। তাই আজ লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হল। পাশাপাশি গত ৩০ শে এপ্রিল শিক্ষাবন্ধু শম্ভুনাথ সেনও তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। তাই আজ তাঁদের দুজনকে বনহরি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করা হল। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ। বনহরি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক প্রবীর মাহাতা জানান, গোপীনাথবাবু গত ২০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। আর এই বিদ্যালয়ে তিনি ১০ বছর শিক্ষকতা করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দুবরাজপুর চক্রের সভাপতি অরিন্দম চ্যাটার্জ্জী জানান, গোপীনাথ মণ্ডল আমাদের অভিভাবক। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করলাম।

Leave a Reply

error: Content is protected !!