Skip to content
জলঙ্গীর ১৪১নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

জলঙ্গীর ১৪১নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

Reported By : Masud Rana
২২ শে জুলাই, শনিবার, জলঙ্গীর ১৪১নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। শনিবার সকালে জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর ভদ্রা বিএসএফ ক্যাম্প লাগোয়া পদ্মা নদীর ধারে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হয়। এদিন জলঙ্গীর ১৪১ নং বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এন এস রাউতেলা নিজে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন তিনি নিজ হাতে বেশকিছু চারাগাছ লাগান। পাশাপাশি এদিন স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। প্রচন্ড রোদ গরমের হাত থেকে বাঁচতে ছায়াযুক্ত এবং ফলের গাছ লাগানো হয়। সীমান্তের সাধারণ মানুষের সুবিধার্থে চরের মধ্যে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ছায়াযুক্ত গাছ লাগানো হয়। প্রতি বছর বন্যার সময় পদ্মা নদীতে ভাঙন শুরু হয়। সেই ভাঙন রুখতে পদ্মা নদীর তীরে গাছ লাগানো হল। এদিন জলঙ্গীর সীমান্তের বিভিন্ন চর এলাকায় ১৩০০টি চারাগাছ লাগানো হয়। গত দুতিন বছর থেকে সাগরপাড়া এবং খাসমহল সীমান্তের পদ্মা নদীর ভাঙন অনেকটাই বেড়ে গিয়েছে। সেই ভাঙন রুখতে সেখানে আট হাজার চারাগাছ লাগানো হবে বলে জানান বিএসএফ আধিকারিক এন এস রাউতেলা। পাশাপাশি এদিন জলঙ্গী হাই স্কুলের NCC ছাত্র ছাত্রীদের বিএসএফের গাড়িতে করে বাউসমারী ক্যাম্পে থাকা আজাদ গ্রন্থাগারে নিয়ে যাওয়া হয়। সেই গ্রন্থাগারে বিএসএফের চাকরিতে যোগদানের বিভিন্ন বই পড়ানো হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা মূলক চাকরির প্রস্তুতি বই রেখে ছাত্রছাত্রীদের চাকরিতে যোগদানের বিষয়ে অনুপ্রেরণা দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!