Reported By : News Desk
২৩ শে জুলাই, রবিবার, দীর্ঘ রোগে আক্রান্ত হয়ে আকস্মিক ৬৮ বছরে প্রয়াণ হল খরদাহ উন্নয়নের কান্ডারী এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে, খড়দহ অঞ্চল জুড়ে কল্যাণ মুখার্জি ৬৮ বছর বয়সে দীর্ঘ দিন ধরে রোগে আক্রান্ত ছিলেন দু'বছর ধরে ডাইলোসিস চলছিল আজ সন্ধ্যা ছটা তার মৃত্যু হয় খড়দহ স্টেশন রোডে একটি বেসরকারি হাসপাতালে কল্যাণ মুখার্জি সিপিআইএম পার্টির ১৯৭৭ সালে সদস্য পদ অর্জন করেন ১৯৮৯ সালে যুক্ত খড়দহ সিপিআইএম আঞ্চলিক কমিটির সম্পাদক নির্বাচিত হন সিপিআইএম দক্ষিণ জোনাল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন ১৯৯৮ সালে সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন ধরে ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটি ভাগওয়ার পরে টিটাগর খড়দহ জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এই সম্পাদক পদে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন খরদা উন্নয়নের কান্ডারী হিসেবে ছিলেন ।