বালিজুড়ির রায় পরিবারের দূ্র্গাপূজা ৪৫৫ বছরেরও আগেকার

বালিজুড়ির রায় পরিবারের দূ্র্গাপূজা ৪৫৫ বছরেরও আগেকার

 

বীরভূম জেলার দুবরাজপুর থানার বালিজুড়ি গ্রামের রায় পরিবারের দূ্র্গাপূজা ৪৫৫ বছরেরও আগে থেকে চলে আসছে।এখন প্রতিমা তৈরী চলছে।নবমাদি কল্প হিসাবে ধরা হয় এবং আধ্যা নক্ষত্র সংযুক্ত বোধনেশ্বরীর আগমন হয়।তারপর থেকে পূজা চলতে থাকে চতুর্থী, পঞ্চমী, ষষ্টী, সপ্তমী,অষ্টমী, নবমী,দশমী,পর্য্যন্ত।মায়ের বারি আনা হয় যমুনা সায়ের থেকে এবং সাথে সাথে অন্যান্য পাড়ারও বারি একসঙ্গে আনা হয়,রায় পরিবারের মায়ের বারি প্রথমে আসে পরে অন্যান্য পাড়ার বারি আসে।এই পূজার সূচনা করেন একজন সাধক তখন রায় বংশে দুই জন মহাপুরুষ ছিলেন একজন জিৎবাহন রায়, অপরজন জিৎরাম রায়,তখন থেকেই রায় বাড়ীর পূজো চলে আসছে।এখানে বোধনেও বলিদান হয়,সপ্তমীতে বলিদান হয়,অষ্টমীতে বলিদান হয় তবে এখানকার বিশেষত্ব রায় পরিবারের অষ্টমীর বলিদান না হওয়া পর্য্যন্ত পার্শবর্তী গ্রামে কোথাও বলিদান হয় না।নবমীর দিন ছাগ বলিদান হয়,সঙ্গে চালকুমড়ো আখ বলিদান হয়,দশমীর দিন মায়ের বারি বিসর্জন হয়,রাত্রে বাজি বাজনা সহকারে প্রতিমা নিরঞ্জন হয়।জানালেন চন্ডীপ্রসাদ রায়।

Leave a Reply

error: Content is protected !!