Reported By : Binay Roy ২৪ শে জুলাই, সোমবার, বহরমপুরের নিয়াল্লিশ পাড়া ঘাটে শিব মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য ভোররাতে গঙ্গায় নেমে জলে তলিয়ে গেল বহরমপুরের ২ যুবক। বহরমপুরের নিয়াল্লিশ পাড়া ঘাটের ঘটনা।
নিখোঁজ যুবকদের বন্ধুরা জানিয়েছে- সোমবার ভোর ৩টে নাগাদ তারা ৫ জন বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় আসে স্নান সেরে জল নেওয়ার জন্য। এমন সময় দুর্ঘটনা বশত ২ বন্ধু জলে তলিয়ে যায়। খবর দেওয়া হয় পরিবার সদস্যদের। শত খোঁজাখুঁজির পর এখনও পর্যন্ত ওই ২ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় নিখোঁজ অনিন্দ্য মন্ডল ও প্রীতম সিংহ নামে ওই ২ যুবক বহরমপুরে খাগড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।