Skip to content
কংগ্রেস সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজী ও গুলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

কংগ্রেস সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজী ও গুলি করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

Reported By : Masud Rana
২৪ শে জুলাই, সোমবার, এক কংগ্রেস সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজী ও গুলি করার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেস লোকেদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রানিনগর থানার ডেপুটিপাড়ায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ঘটনায় একাধিক জখম হয়েছে যদিও রানিনগর গোধনপাড়া ব্লক গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে একজনকে। তার নাম রেন্টু শেখ। তার অবস্থা শোচনীয় থাকায় চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে। গুলি ও বোমায় তার একটি পা ও হাত গুরুতর ভাবে আহত হয়েছে। আহত রেন্টু শেখের স্ত্রী জানান “ভোটে এই গ্রামে জোট প্রার্থীর জয় হওয়ার পর থেকেই বাড়ির সামনে তৃণমূলের লোকেরা আড্ডামারে। আজ হঠাৎ করেই রাতের বেলায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজী ও গুলি করে। তাতেই আমার স্বামী জখম হয়েছে।” ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় তৃণমূলে লোকেরা অস্বীকার করেছে।

Leave a Reply

error: Content is protected !!