Reported By : Binay Roy
২৫ শে জুলাই, মঙ্গলবার, দীর্ঘ ৮০ দিন ধরে মনিপুরে যে সংঘর্ষ চলছে তার পরিণামে নারীদের উপর অকথ্য অত্যাচার- পরিস্থিতি দেখেও নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত তারই প্রতিবাদে আজ (মঙ্গলবার) বিকেলে বহরমপুর শহর জুড়ে একটি ধিক্কার মিছিল করা হ'ল মুর্শিদাবাদ জেলা তৃণমূল সহ বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে সামিল ছিলেন শাওনি সিংহ রায়, অশোক দাস, নাড়ুগোপাল মুখার্জি, স্বরূপ সাহা সহ দলের অগণিত কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার বিকেলে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে শেষ হয় এই মিছিল।