Reported By : Binay Roy
২৬ শে জুলাই, বুধবার, মুর্শিদাবাদে খড়গ্রাম থানা এলাকা থেকে ফের উদ্ধার হ'ল দুই বালতি তাজা বোমা । আজ সকাল গড়াতেই এলাকার সুন্দরপুর মাঠে দুটি বালতিতে বেশকিছু বোমা দেখতে পায় গ্রামবাসীরা। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় খড়গ্রাম থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বোম ডিস্পোজাল টিমকেও। গ্রাম সংলগ্ন মাঠ থেকে এতো সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী। কে বা কারা এই ঘটনায় জড়িত- সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বোম ডিস্পোজাল টিম এসে পৌঁছালে বোমা গুলো নিস্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ।