বরানগর কামারহাটি পানিহাটি এছাড়াও কলকাতা কর্পোরেশন অঞ্চল এবং হুগলি অঞ্চলে বেশকিছু পৌরসভা গতকাল থেকে ঘোলা জল আসছে আজ সকালে সকাল ছটার সময় জল এবং এগারোটার সময় জলেও অনেক জায়গাতে ঘোলা জল এখনো আসছে সেই কারণে পরিস্রুত পানীয় জলের ট্যাঙ্ক পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হচ্ছে কিন্তু এলাকার মানুষের অভিযোগ জাজল পাঠাচ্ছে পৌরসভার পক্ষ থেকে তা যথেষ্ট নয় অনেককে জল কিনে খেতে হচ্ছে কামারহাটি অঞ্চলে কিছুদিন আগে 1 থেকে 7 নম্বর ওয়ার্ড জল বাহিত রোগের ফলে এই জলের জন্য মানুষের মধ্যে আতঙ্ক কিছুটা ছড়ায় এখন দেখ আর কত দিনে এই পরিস্রুত পানীয় জল মানুষ পায় পানীয় জলের যে সমস্যাটা তা কতদিনে মেটে দেখার এখন সেটাই 25 নম্বর 26 নম্বর এবং 27 নম্বর কামাটি পৌরসভার অন্তর্গত এই তিনটি ওয়ার্ডের সংযোগস্থল জামতলা মোড়ে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয় এবং তিন নম্বর রেলগেট স্বপ্নগুলো অঞ্চলে পানীয় জলের গাড়িদহ কামাটি পৌরসভার পক্ষ থেকে
