Reported By : Masud Rana
২৯ শে জুলাই, শনিবার, অভিযোগ করলেই হারিয়ে যাচ্ছে চাকরি। এমনীই অভিযোগ উঠলো মুর্শিদাবাদের ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালের রান্নাঘরে। রান্না ঘরে কাজ করে ব্যাঙ্ক একাউন্টে টাকা চাওয়ায় সহ ঠিকাদারের বিরূদ্ধে একাধিক অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে অভিযোগ জানান রান্না ঘরের দুই কর্মী। তারপরেই ঐ দুই কর্মীকে কাজ থেকে সরিয়ে দেন ঠিকাদার অনুত্তম সরকার। এতেই শেষ নয়, গতকাল শুক্রবার থেকে রান্না ঘরে ঢুকতেও দেওয়া হয় না তাদের। এমনকি ঠিকাদার অনুত্তম সরকার সুদিপ্ত রজক ওরফে সুজিত নামের এক ব্যাক্তিকে সেখানে কাজে লাগিয়ে তাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
হাসপাতাল সুপার জানান, গত মাসের রুগী কল্যান সমিতি মিটিং থেকে সিদ্ধান নেওয়া হয়েছে তাকে বাদ দেওয়ার। তবে আজকেই টারমিনেশন করে দেওয়া হবে। তবে আগামী মঙ্গলবার রান্নাঘরে খতিয়ে দেখতে টিম আসবে সিএম ও এইচ অফিসের।