Jee ও NEET-এর স্পেশাল কোচিং সেন্টার চালু হলো বীরভূম জেলা স্কুলে

Jee ও NEET-এর স্পেশাল কোচিং সেন্টার চালু হলো বীরভূম জেলা স্কুলে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার বীরভূম জেলা স্কুলে তপশিলি জাতি ও আদিবাসী ছেলেমেয়েদের জন্য একটি স্পেশাল কোচিং সেন্টার চালু করা। যেখানে 40 জন পড়ুয়াকে কোচিং দেওয়া হবে। Jee ও NEET-এর জন্য এই স্পেশাল কোচিং দেওয়া হবে বলে জানানো হয়েছে স্কুলের শিক্ষকদের তরফ থেকে। এই কোচিং সেন্টার চলবে আগামী ছয় মাস এবং সপ্তাহে দুদিন করে ক্লাস নেওয়া হবে। এই কোচিং সেন্টারে বেছে নেওয়া ছাত্র-ছাত্রীদের তাদের নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!