Reported By : News Desk
৭ ই আগস্ট, সোমবার, চলতি বছরের অক্টোবর মাসে নেহা কক্কর (Neha Kakkar) দুবাইয়ের মাটিতে কোকাকোলার ইভেন্টে পারফর্ম করতে চলেছেন। আপাতত তা নিয়েই ব্যস্ত তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ রয়েছেন নেহা। ভারতীয় মিউজিশিয়ানদের মধ্যে নেহা কক্করের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। নেহা নিত্যনতুন ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন তাঁর অনুরাগীদের সাথে। শেয়ার করে নেন তাঁর জীবনের বিভিন্ন মুহূর্ত। সম্প্রতি আরও কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নেহা।