Reported By:-Dibandu
মহালয়া। পিতৃ পক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। তাই সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে পিতৃতর্পণ। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুর শহরে এক অন্য চিত্র দেখা গেল। দুবরাজপুরের মনুষত্ব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শহরের ৫০ জন রিক্সা ও ভ্যান চালকদের দুর্গা পুজো উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করলেন। গরিব ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোই তাঁদের মূল উদ্দেশ্য। পাশাপাশি গতকাল এই সংস্থার সদস্যরা দুবরাজপুর ব্লকের মেজে, বেলসাড়া, ,পাঁচপুকুর, কুলেকুড়ি গ্রামে গিয়ে ৮৫০ জন গরিব ও দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।