পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটের পরেই তৃণমূলের এক মহিলা সদস্যের ছেলে খুন

পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটের পরেই তৃণমূলের এক মহিলা সদস্যের ছেলে খুন

Reported By : Binay Roy
১০ ই আগস্ট, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের খড়গ্রামের সাদল এলাকার রহিগ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটের পরেই খুন হয় সাদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্যের ছেলে হুমায়ুন কবীর/ খামারু নামে এক যুবক। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃত যুবকের পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে খড়গ্রাম থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্তে উঠে আসে ওই থানারই এক সিভিক ভলেন্টিয়ারের নাম। সেই মোতাবেক বৃহস্পতিবার দুপুরে রহিগ্রামে হাজির হয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ইজারুল সেখকে আটক করে নিয়ে যায় বড়ঞা থানার পুলিশ। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ফের উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এই মুহুর্তে ওই গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

error: Content is protected !!