Reported By : Binay Roy
১০ ই আগস্ট, বৃহস্পতিবার, বহরমপুর ব্লকের গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ব্লক আধিকারিকদের উপস্থিতিতে ২৫ জন নবনির্বাচিত সদস্যদের মধ্যে ১৫ জন তৃণমূল কংগ্রেস সদস্যের সমর্থনে গুরুদাসপুর অঞ্চলের নবনির্বাচিত প্রধান হলেন স্বপ্না খাতুন,, ও উপপ্রধান নির্বাচিত হলেন মাতিন মন্ডল। পঞ্চায়েত ভোট গঠনকে কেন্দ্র করে জয় উল্লাসে মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা।
অন্যদিকে,
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বহরমপুর ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল CPIM। বৃহস্পতিবার ব্লক আধিকারিকদের উপস্থিতিতে ১৯ জন নবনির্বাচিত সদস্যদের মধ্যে নির্দল সমর্থিত CPIM এর নবনির্বাচিত প্রধান হলেন নাজমুল হক ও উপপ্রধান সাদিকুল ইসলাম। পঞ্চায়েত ভোট গঠনকে কেন্দ্র করে জয় উল্লাসে মেতেছে CPIM কর্মী সমর্থকরা।