Reported By : Masud Rana
১০ ই আগস্ট, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের ডোমকল ১২ নম্বর জুড়ানপুর অঞ্চল জোটের দখলে থাকলেও পঞ্চায়েতের বাইরে বেরিয়ে এসেই তৃণমূলে যোগদান। চুনকালি পড়লো জোট কর্মীদের মুখে।
ওই পঞ্চায়েতে মোট সদস্য ছিল ১৭ জন, তাদের মধ্যে তৃণমূল পেয়েছিল মাত্র তিনটে, কংগ্রেস পেয়েছিল ৮টা এবং সিপিএম পেয়েছিল ৬ টা। ডোমকলের জোট কর্মীদের মধ্যে আবেগ ছিল জুড়ানপুর পঞ্চায়েত গঠন করবে জোটেরায়, সেই আশা ভঙ্গ হয়ে মুখ থুবড়ে পরল সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট। প্রধান উপপ্রধান জোটের পক্ষে গঠন হলেও পঞ্চায়েতের বাইরে বেরোতেই সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকে ধাপ বাড়ালেন। পঞ্চায়েতের বাইরেই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন জোটের সমর্থক প্রধান কাজলা বিবি সহ উপপ্রধান।