Reported By : Masud Rana
১১ ই আগস্ট, শুক্রবার, মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েতে ২৬টি আসনের মধ্যে ১৬ টিতে জয়ী হয়ে বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস । প্রধান হলেন নূরে সালমা খাতুন এবং উপপ্রধান হলেন মোঃ মামুন সেখ।
শুক্রবার বহরমপুর ব্লকের দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসের আধিকারিকদের উপস্থিতিতে বোর্ড গঠন সম্পন্ন হয়। উল্লেখ করা যেতে পারে, দৌলতাবাদ পঞ্চায়েতে ২৬টি আসনের মধ্যে ১৬ টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন। পাশাপাশি, কংগ্রেস ৪টি, বামেরা ৩টি, বিজেপি ১টি এবং অন্যান্য ০২টি আসনে জয়লাভ করেন। রাজ্য সরকারের সবুজ সঙ্কেতের পরেই দৌলতাবাদ প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান গঠন সহ বোর্ড গঠনের আহবান করা হয়।
এদিন পঞ্চায়েত অফিসে বোর্ড গঠন উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। প্রধান জনসাধারণের জন্য কাজ করার কথা জানান।