Reported By : Masud Rana
১২ ই আগস্ট, শনিবার, ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির ১৪১ নং বিএস এফ ক্যাম্পে আজাদী কা অমূত উৎসব ও ব্লক স্তরে মাটি সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
জলঙ্গি ক্যাম্পে ব্লকের অবসাপ্রাপ্ত সেনাবাহিনী ও শহীদ সেনাবাহিনীদের পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করেন বিএস এফ আধিকারিক গণেরা।
উপস্থিত ছিলেন বিএসএফ ডি আই জি, কোম্পানি কমান্ড সহ জলঙ্গি ব্লকের বিডিও শোভন দাস, জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইপিএস সহ অন্যেনারা।