পুজোর আগে বীরভূম পুলিশের মানবিক মুখ

পুজোর আগে বীরভূম পুলিশের মানবিক মুখ

দুর্গা পুজোর আগেই বীরভূম জেলা পুলিশের মানবিক মুখ দেখা গেল শনিবার। দীর্ঘদিন ধরেই বীরভূম জেলা শাসক অফিসের সামনে এক ভবঘুরে ঘুরে বেড়াতেন। মাথায় বড় বড় চুল এবং নোংরা জামাকাপড় পড়েই তাকে ঘুরে বেড়াতে দেখা যেত। এদিন ওই ভবঘুরেকে ট্রাফিক পুলিশ সুমন প্রামাণিক নিজের গাড়িতে তুলে নিয়ে যান এবং সেলুনে গিয়ে তার চুল দাড়ি সমস্ত কিছু কেটে পরিষ্কার করান। এর পাশাপাশি তাকে নতুন পোশাক আশাক পড়িয়ে একেবারে স্বাভাবিক মানুষের রূপে ফেরান। বীরভূম পুলিশের এমন মানবিক মুখ দেখে খুশি শহরের বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!